রাঙ্গাবালীতে সিনিয়র সহকারী জজ আদালত অপসারণের প্রতিবাদে মানববন্ধন

রফিকুল ইসলাম,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সিনিয়র সহকারী জজ আদালত ষড়যন্ত্র মূলকভাবে অপসারণ চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি করা হয়। উপজেলার ৬ ইউনিয়নের অন্তত ২ হাজার নানা শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, জেলা শহর থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী ২০১২ সালে উপজেলায় রুপান্তর হলেও আদালতের কাজ পরিচালিত হতো পার্শ্ববর্তী গলাচিপা উপজেলায়। বর্ষাকালে জমিজমা ও ক্রিমিনাল মামলার জন্য জীবনের ঝুকি নিয়ে নদী পাড়ি দিয়ে যেতে হতো পার্শ্ববর্তী উপজেলায়। তবে সবশেষে ২০২৪ সালে সহকারী জজ আদালতের কার্যক্রম শুরু হলেও এখনো থমকে আছে জুডিশিল ম্যাজিস্ট্রেট আদলতের কাজ। তাই ভোগান্তি লাঘবে রাঙ্গাবালীতে বিচারিক ব্যবস্থার সুরহা চায় উপজেলাবাসী।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দ্রুত স্থাপনের দাবী জানিয়ে মানববন্ধন শেষে আইন ও বিচার বিভাগীয় উপদেষ্টা বরাবর ৭টি দাবী তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *