October 21, 2024, 11:23 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ভালো কাজের শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন ওসি শফিকুল ইসলাম খান সুজানগরের সাগরকান্দিতে বিএনপির দু’গ্রুপের সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি সাংবাদিকতার নাম করে অপসাংবাদিকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না নড়াইলে জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকির অভিযোগ নড়াইলে ঘরে ঢুকে হিন্দু স্কুল শিক্ষিকা সবিতা রাণী বালাকে হ*ত্যা ত্রিশাল দলিল লিখক সমিতি নির্বাচনে সাইকেল প্রতীক নিয়ে ফের সভাপতি হতে পারে শরীফ হরিপুর কুলিক নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী নাগরিকের লা*শ ২২ পর ফেরত দিলো বিএসএফ কাজিরহাট -আরিচা নৌ-রুটে স্পীডবোট চলাচল বন্ধ, বাড়ছে জনদুর্ভোগ! পঞ্চগড়ে আবাসিক হোটেল থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে স্বল্প মূল্যে ডিম বিক্রি শুরু
ত্রিশাল দলিল লিখক সমিতি নির্বাচনে সাইকেল প্রতীক নিয়ে ফের সভাপতি হতে পারে শরীফ

ত্রিশাল দলিল লিখক সমিতি নির্বাচনে সাইকেল প্রতীক নিয়ে ফের সভাপতি হতে পারে শরীফ

স্টাফ রিপোর্টার,
আগামী ২৭ শে অক্টোবর ময়মনসিংহ ত্রিশালে সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লিখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে হঠাৎ করেই পাল্টে গেছে ত্রিশাল সাব রেজিস্ট্রার কার্যালয় ও দলিল লিখক সমিতি এলাকার দৃশ্য ও পরিবেশ। ক্রমেই জমে উঠছে নির্বাচন। প্রার্থীদের ভোট চেয়ে গণসংযোগ, প্রচারে এখন ভিন্ন আমেজের সৃষ্টি হয়েছে। ভোটারদের মাঝে হ্যান্ডবিল দিয়ে প্রার্থীর পক্ষে প্রচারে রয়েছেন কর্মী-সমর্থকরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমিতির উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন, দোয়া চাইছেন প্রার্থীরা। অনেকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গেরও
অভিযোগ উঠেছে।

রবিবার ২০শে অক্টোবর প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রচার ও গণসংযোগ শুরু করেন। চষে বেড়ান সমিতির নির্বাচনী এলাকা। দিনভর কাটান ব্যস্ত সময়। তারা ভোটারদের খোঁজে যাচ্ছেন বাড়ি, অফিসসহ বিভিন্ন হাট বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে। তারা ভোটারদের সঙ্গে কুশলাদি বিনিময় করে তাদের সঙ্গে কথা বলেন, ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। তারা বিভিন্ন কৌশলে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে তিনবারের নির্বাচিত সদ্য সাবেক সভাপতিসহ ৪জন প্রার্থী রয়েছে। তারা ভোটের হিসাব নিকাষ করে প্রতিটি মুহূর্ত ও বিষয়কে কাজে লাগানোর চেষ্টা করছেন। বিভিন্ন মতবিনিময় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভোটারদের খুশি করার জন্য। সাধারণ সম্পাদক পদেও সদ্য সাবেক সাধারণ সম্পাদকসহ ৪জনসহ ১৩ সদস্য বিশিষ্ট সমিতির কমিটিতে স্থান পেতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় দ্বিগুন প্রার্থী।

তবে চতুর্থবারের মত বিজয় নিশ্চিত করতে
বসে নেই সভাপতি প্রার্থী ও তিনবারের সদ্য সাবেক সভাপতি শরিফুল ইসলাম সরকার। কর্মী সমর্থকদের নিয়ে তিনি সাব রেজিস্ট্রার কার্যালয় এলাকা হতে গণসংযোগ শুরু করেন। তিনি তার সাইকেল প্রতীক নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। ঘুরছেন বিভিন্ন হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান এলাকায়। এসময় তিনি সমিতির গত তিন মেয়াদে করা উন্নয়নের কথা জানান দিয়ে এবার নির্বাচিত হয়ে আগামীর উন্নয়নের নানা আশ্বাস দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এর আগে সমিতির কোন সদস্য মৃত্যুর পর তার মৃত্যুকালীন ভাতার সুবিধা করাসহ বিভিন্ন উন্নয়ন ও সদস্যদের সুবিধা করে দিয়েছিলেন শরীফুল ইসলাম সরকার। সমিতির পথ চলার পর থেকে তিনিই সদস্যদের জন্য এমন সুবিধা করে দিয়ে দলিল লিখকদের আস্থাভাজন হয়ে উঠেন,কোন সদস্য অসুস্থ হলেও তার পাশে দাঁড়ান, তার এসব মানবিকতার জন্য সমিতির সদস্যরা বার-বার তাকে নির্বাচিত করেন। এবারও তার প্রতিই ভোটের পাল্লা ভারী বলে জানিয়েছেন ভোটাররা।

এ ছাড়া সভাপতি পদের অন্য প্রার্থীসহ সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ অন্যান্য প্রার্থীরাও নিজেদের নির্বাচনী গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে ভোট চেয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD