যশোরের শার্শা উপজেলার  মৌতা বাওড়ের ওপর ব্রীজ নির্মানের দাবী

আজিজুল ইসলামঃ যশোরের  শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের মৌতা বাওড়ের ওপর নির্মিত কাঠ ও বাঁশের তৈরী  স্যাকোটি অতি বৃষ্টির কারণে ভেঙ্গে গেছে। ফলে শত শত লোকের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে। 

মৌতা বাওড়ের এপারে বেলতা ও ওপারে পন্ডিত পুর। এই মৌতা বাওড়ের ওপর দিয়ে শার্শা, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার শত শত মানুষ যাতায়াত করে থাকে।

বেলতা ঘাট এখন জনশুন্য।  এখানে কাঠ-ঁবাশ দিয়ে  নির্মিত ঁশাকোর উপর দিয়ে প্রতি দিন  চলাচল করত শত শত মোটর সাইকেল, বাই সাইকেল , রিক্সা-ভ্যান, অজস্র নারী-পুরুষ ও শিশু-কিশোর  এবং  স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। –   আজ সেখানে জনশুন্য। চলতি বর্ষা মৌসুমে অধিক বৃষ্টি পাত হওয়ার কারনে পানির স্রোতে শাকোটি ভেঙে গেছে। ফলে স্থানটি সম্পূর্ণ যাতায়াতের অনুপোযুক্ত হয়ে পড়েছে। তার পর ও অতি বিশেষ প্রয়োজনের তাগিদে  একমাত্র কলা গাছের ভেলা দিয়েই মানুষ জন পারাপার হচ্ছে। ইতিপূর্বে  অনেক বারই বেলতা ঘাটের ব্রিজ নির্মাণ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে কিন্তু অদ্যাবধি ব্রিজটি নির্মিত হইনি। জন গুরুত্বপূর্ণ বেলতা ঘাটে স্থায়ী ভাবে ব্রিজ নির্মাণ  একান্তই  জরুরী। সে মর্ম্মে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। 

উল্লেখ্য – স্থানীয় উদ্যোগে নির্মিত ঁশাকোটি দীর্ঘদিন বজায় ছিল। এখন ওটি নষ্ট  হয়ে যাওয়াতে স্থানীয় ওকজন নিরাশ হয়ে পড়েছেন। অনেক পথ ঘুরে মানুষজন যাতায়াত করছেন।

এখানে ব্রীজ নির্মান সময়ের দাবী।

এলাকাবাসী জরুরী ভিত্তিতে মৌতাত বাওড়ের ওপর ব্রীজ নির্মানের জন্য শার্শা উপজেলা প্রশাসন সহ উর্ধতন  কর্তৃ পক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *