পটিয়ায় রসিদাবাদ মাদ্রাসা কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ 

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
পটিয়ায় রশিদাবাদ মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। 

এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর রসিদাবাদ গ্রামের সকল দলমতের মুসল্লীগন মিছিল ও সমাবেশ করেছেন। এসময় বক্তব্য রাখেন, আশরাফ আলী, ব্যবসায়ী বেলাল উদ্দীন ,  তোফাজ্জল হোসেন টিপু, মোহাম্মদ জাগির হোসেন , মিজানুর রহমান,ব্যাংকার পারভেজ, ব্যবসায়ী মোক্তার আহম্মদ,ব্যাংকার রিদুয়ান হাসান, মোহম্মদ সিহাব উদ্দীন স্বাধীন ,বাবুল চৌধুরী, মোহাম্মদ খাঁ, মোহাম্মদ কামাল, জসিম উদ্দিন, মফিজুর রহমান, আবদুর রাজ্জাক, মোহাম্মদ রাসেদ,মোজাম্মেল হক প্রমূখ। 

সমাবেশে বক্তারা বলেন, বর্ষিয়ান সমাজকর্মী ও তামাকুন্ডি লাইন বনিক সমিতির সাবেক সভাপতি,মেট্রো এসেটস এর চেয়ারম্যান আবদুল মোতালেব চৌধুরী বিগত ৫০ বছর ধরে অত্র মাদ্রাসার খেদমত ও মাদ্রাসার নানান সমস্যা সমাধান সহ সব ধরনের আর্থিক সহযোগিতা করে আসছেন। তিনি তিলে তিলে এই মাদ্রাসাকে আজকের এই অবস্থানে আনতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কিন্তু একটি চিহ্নিত মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে যারা বিগত ১৫ বছর সাবেক হুইপ ও এমপির সুবিধাভোগী এখন নতুন পরিচয়ে মাঠে নেমেছেন। দানবীয় মোতালেব চৌধুরী এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গকে সাথে নিয়ে মাদ্রাসার এমপিও ভূক্তি, ভবন অনুমোদন,  নিজস্ব তহবিল হতে গরীব ছাত্রদের বৃত্তি প্রদান,একাডেমিক ভবন নির্মান ও মাদ্রাসার সম্পদ রক্ষণাবেক্ষণে নিজ সন্তানের মত মাদ্রাসাটিকে তিল তিলে গড়ে তোলেছেন। তাকে কমিটি থেকে বাদ দেওয়ার জন্য কিছু স্বার্থান্বেষী মহল চক্রান্ত শুরু করেছেন। আবদুল মোতালেব চৌধুরীর বিচারিক গুন ও দানশীলতা  দলমত নির্বিশেষে রশীদাবাদ শোভনদন্ডীতে সর্বজন স্বীকৃত। সমাদৃত একজন সামাজিক ব্যাক্তি। তিনি যুবক বান্ধব সমাজ কর্মী। যুবকদের দ্বীনি ও সামাজিক কাজে সম্পৃক্ত করতে তিনি নিরলসভাবে কাজ করছেন। মাদ্রাসা কমিটিতে সৎ ও যোগ্য ব্যাক্তি বর্গ সংযুক্ত করা উচিত। রাতের আঁধারে প্রশাসনকে মিথ্যা,কাল্পনিক ও দৃষ্টিকটু তথ্য দিয়ে চেয়ার দখল করে নয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *