October 19, 2024, 9:42 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
নড়াইলের ইছামতি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে কাইজা গ্রেফতার ১১

নড়াইলের ইছামতি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে কাইজা গ্রেফতার ১১

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের নলদী ইছামতি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে গ্রাম্য কাইজা এগার জন। গ্রেফতার লোহাগড়া থানাধীন এক নং নলদী ইউনিয়নের চর বালিদিয়া সাকিনস্থ চরবালিদিয়া বাজারের রেজাউলের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ইছামতির বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যার মধ্যে একটি গ্রুপের নেতৃত্ব দেয় লিটন মোল্যা (৪০), পিতা-মৃত লুৎফর মোল্যা এবং অপর পক্ষের নেতৃত্ব দেয় রাজু মুন্সী (৩৮), পিতা-ইলিয়াস মুন্সী, উভয় সাং-চরবালিদিয়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল। দীর্ঘদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক দলাদলি বিদ্যমান আছে। ইছামতির বিলের মধ্যে রাজু মুন্সীর লোক শাহাবুর মোল্যা, পিতা-মোবারক ওরফে রিকু মোল্যা, সাং-চর বালিদিয়া, ভেসাল জাল দিয়ে মাছ ধরার জন্য দেয়। পরবর্তীতে ইছামতির বিলের মধ্যে লিটন গ্রুপের আলমগীর মুন্সী(৪৫), পিতা-নূর মিয়া মুন্সী, সাং-চর বালিদিয়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল মাছ ধরার জন্য শাহাবুর মোল্যার ভেসালের (জাল) সামনে কারেন্ট জাল দিয়ে বাধ দেয়। পরবর্তীতে রাজু মুন্সীর লোকজন নেট দিতে বাধা দেয় ও নিষেধ করে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, উক্ত ঘটনাকে কেন্দ্র করে শুরুবার (১৮) তারিখ সকালে মধ্যে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চর বালিদিয়া সাকিনস্থ চরবালিদিয়া বাজারের রেজাউলের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একত্রিত হয়ে উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশে নলদী পুলিশ ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে নলদী পুলিশ ক্যাম্পের আইসি এসআই (নিঃ) মোরছালিন সঙ্গীয় ফোর্সসহ কাইজাস্থল হতে লিটন মোল্যার গ্রুপের মোঃ রউফ(৫৮), পিতা-মৃত আমির মোল্যা, বশির মোল্যা (৬৫), পিতা-আইন উদ্দিন মোল্যা, ছবেদ আলী (৬২), পিতা-মৃত মোকলেছুর রহমান, ৪। মোঃ শফিকুল(৪০).পিতা-মধু শেখ, সর্ব সাং-চর বালিদিয়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, মোঃ সুমন মিয়া(৩৫), পিতা-হাবিবর মোল্যা, সাং-লাহুড়িয়া দিননাথপাড়া, সর্ব থানা-লোহাগড়া, জেলা-নড়াইল।
এবং রাজু মুন্সী গ্রুপের মোঃ ইউনুস মোল্যা (৬০), পিতা-মৃত রফিউদ্দিন মোল্যা, আলাউদ্দিন(৩৮), পিতা-মোঃ খলিলুর রহমান, মোঃ আশিক মোল্যা (২৫), পিতা-মোঃ বাবর মোল্যা, ৪। জাফর শেখ (৬৫), পিতা-মৃত এলেম শেখ, সর্ব সাং-চর বালিদিয়া, মোঃ সজল মোল্যা (৩০), পিতা-মোঃ জাহাঙ্গীর রহমান, সাং-লাহুড়িয়া দিননাথপাড়া, সর্ব থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, মোঃ জিল্লুর রহমান(৪১), পিতা-মৃত ইমান উদ্দিন,সাং-সালদা,থানা-মহম্মদপুর, জেলা-মাগুরা সর্বমোট ১১ এগার জন আসামি গ্রেফতার করে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD