সুজানগর পৌরসভার ১৩০ জেলে পরিবার পেলো খাদ্য সহায়তা

এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ আহরণে বিরত থাকা সুজানগর পৌরসভার দুঃস্থ ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে খাদ্যশস্য হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সুজানগর পৌর কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আমিরুল ইসলাম,কঞ্জারভেন্সি ইন্সপেক্টর হাসান উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী জানান, সুজানগর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ স্যারের নির্দেশনায় সুজানগর পৌরসভার অন্তর্গত ১৩০জন জেলের প্রত্যেকের মাঝে ২৫ কেজি করে সরকারি এ চাল বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, এবারে সুজানগর পৌরসভা সহ সুজানগর উপজেলার পদ্মা নদী তীরবর্তী ভাঁয়না, মানিকহাট,সাতবাড়িয়া,নাজিরগঞ্জ ও সাগরকান্দি ইউনিয়নের সর্বমোট ১২৫০ জন জেলের মধ্যে এ খাদ্যশস্য বিতরণ করা হবে।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *