বরগুনার তালতলীতে নতুন ইউএনও’র পরিচিতি সভা

মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা’র সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘পায়রা’ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত’র সঞ্চালনায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইমাম-পুরোহিত, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন ইউএনও উম্মে সালমা।

এ সময় বক্তব্য রাখেন, তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কালাম খান,উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক ,যুগ্ন আহবায়ক ও তালতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, বিএনপির সাবেক আহবায়ক ফরহাদ হোসেন আক্কাস,উপজেলা জামায়াতের আমির মাওলানা মান্নান ,তালতলী প্রেসক্লাবে সভাপতি মো.খাইরুল ইসলাম,সম্পাদক আবু বকর ছিদ্দিক,সাংবাদিক ফোরামে সভাপতি নসির উদ্দিন,সম্পাদক হাইরাজ মাঝি প্রমূখ।

পরে ইউএনও উম্মে সালমা তার বক্তব্যে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

মংচিন থান
তালতলী প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *