ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুজানগরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

এম এ আলিম রিপন ঃ মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র প্রতিপাদ্যের আলোকে কয়েক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর উপজেলা শাখা। মঙ্গলবার দুপুর ৩টায় সুজানগর হাসপাতাল গেট চত্বরে অনুষ্ঠিত এ গণসমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি মো.ইউনুস আলী হেলাল। ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বায়েজাপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা, ইহকালীন শান্তি ও পরকালিন মুক্তির প্রত্যাশা পূরণ এবং ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট প্রতিষ্ঠার লক্ষ্যের দাবি গুলি বাস্তবায়নের পক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা সোলায়মান জাহাঙ্গীর। জেলা যুব শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহা. ওমর ফারুকের স ালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক আব্দুস সবুর, স্থানীয় ওলামা মাশায়েখের সহ সভাপতি মুফতি কাজী শফিকুল ইসলাম, যুব আন্দোলন জেলা শাখা পশ্চিম এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফরিদী, কারা নির্যাতিত ছাত্রনেতা কে এম আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর পৌর শাখার আহ্বায়ক মাওলানা রিয়াজুল ইসলাম রাসেল, স্থানীয় জাতীয় ওলামা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন আশরাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাজিরগঞ্জ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রতন,,যুব আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, মুরসালিন, ফরিদুজ্জামান আশিকুর রহমান,ক্বারী হাবিবুর রহমান ও মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *