গোদাগাড়ীতে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি এলাকা থেকে জেলা ডিবি পুলিশ একজন মাদককারবারিকে ২ কেজি ৪০০ গ্রাম গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর নাম নাম মো: সিরাজুল ইসলাম আনন্দ (৩২)।
গ্রেফতারকৃত আনন্দের মো: সানোয়ার হোসেনের পুত্র বাড়ী রাজশাহী মহানগরের শাহমখদুম থানার সুজানগর পবাপাড়ায় ।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আ: রহিম ও ফোর্স-সহ ১৫ অক্টোবর ২০২৪ খ্রি. দিবাগত রাত ০০:০৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড়ে পূর্বপার্শ্বের জনৈক রিমনের হার্ডওয়ারের দোকানের সামনে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের উত্তরপার্শ্বেরফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহীর নির্দেশে ওসি ডিবির নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আ: রহিম ও ফোর্স-সহ অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অভিযুক্ত মো: সিরাজুল ইসলাম ওরফে আনন্দ-এর ডান হাতে থাকা একটি খয়েরি রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় পাঁচটি প্যাকেটে বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।

অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: ওমর ফারুক (৩৮), পালিয়ে যায়। পালাতক ওমর ফারুকের পিতার নাম মো: নজরুল ইসলাম বাড়ী রাজশাহী মহনগর পবা থানার সনওহাটা হলমোড়।

থানা-পবা, রাজশাহী মহানগর ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *