December 21, 2024, 11:36 am
এম এ আলিম রিপনঃ ঃ পাবনার সুজানগরে বজ্রপাতে নিহত তিন পরিবারের সদস্যদের মাঝে সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নিহত পরিবারের সদস্যদেও মাঝে আর্থিক এ অনুদান প্রদান করেন সুজানগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান। এ সময় নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু সহ স্থানীয় বিভিন্ন পর্যাযের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুজানগর উপজেলঅ নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উল্লেখ্য গত ৯ অক্টোবর বুধবার পদ্মা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মো: ফরিদ হোসেন নামে এক জেলের মৃত্যু হয়। এ ঘটনায় মো: মমুন মন্ডল(২৮) নামে অপর এক জেলেসহ দুইজন নিখোঁজ হন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিহত জেলে ফরিদ হোসেনের লাশ উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার পদ্মা নদীর তীরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। নিহত ফরিদ হোসেন উপজেলার সাতবাড়ীয়া এলাকার মো.রস্তম হোসেনের ছেলে। সে তার শ্বশুরবাড়ি নাজিরগঞ্জের মহনপুরে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ফরিদ হোসেন ও তার শ্যালক মামুন ওই দিন বিকালের দিকে নাজিরগঞ্জের পদ্মা নদীতে মাছ ধরতে নামেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তাদের গাঁয়ে লাগলে দুইজনসহ নৌকার মাঝি নৌকা থেকে নদীতে ছিটকে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার নিহত ফরিদের লাশ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এঘটনায় নিখোঁজ রয়েছেন মামুনসহ ২ জন। মামুন স্থানীয় নাজিরগঞ্জ ইউনিয়নের মহনপুর গ্রামের জনাব আলীর ছেলে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।