মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টার ঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননাকর ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আতিকুর রহমান সাগর (৩২) নামক এক যুবককের বিচারের দাবিতে নাটোরের বড়াইগ্রাম জোনাইল বাজারে বিক্ষোভ মিছিল হয়।
এ সময় বক্তব্য রাখেন, জোনাইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আলী আজগর, ঢাকা ভার্সিটির ছাত্র মোঃ বিলাল হোসেন ও মোঃ মাহাবুল।
তোপের মুখে গত বৃহস্পতিবার সকালে আতিকুর রহমান সাগর নিজেই চাটমোহর থানায় চলে আসেন। থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি ও বড়ুরিয়া গ্রামের আতাউর রহমান ওরফে চাঁদ মন্ডলের ছেলে।
সোমবার(১৪অক্টোবর) বিকাল ৫ টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইলের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণের আয়োজনে জোনাইল বাজারে এ বিক্ষোভ মিছিল হয় আতিকুর রহমানের দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে।
জানা গেছে, আতিকুর রহমান সাগর গত বুধবার (৯ অক্টোবর) তার আতিকুর রহমান সাগর নামক ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননাকর দুইটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ধর্মপ্রাণ মুসুল্লীরা ক্ষোভে ফেটে পরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তির দাবি করেন।

Leave a Reply