হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মিনা বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার রাজশাহী ব্যুরো চীফ সিনিয়র সাংবাদিক শামসুন নাহার মিনা হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতিপূর্বে তার হার্টে রিং বসানো হয়েছে।

বর্তমানে বারডেম হাসপাতালের চিকিৎসক বৃন্দ হার্টে আর একটি যন্ত্র CRTD (Cardiac Resynchronization Therapy) বসানোর পরামর্শ দিয়েছেন। যন্ত্র স্থাপন, অপারেশন সহ হাসপাতালের খরচ প্রায় ২০ লক্ষ টাকা। এই চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। অসুস্থ সাংবাদিক মিনার পাশে দাঁড়াতে পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিকাশ নম্বর- ০১৯৭৯-৯৯১৩৭৮ অথবা হিসাব নং- ১৫০১১০৪২৯৩১৯৪০০১ ব্রাক ব্যাংক, গুলশান- ১ শাখা, ঢাকা।

তাই আসুন সাংবাদিক মিনাকে বাঁচাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে পাশে এসে দাঁড়াই। উল্লেখ্য মিনা দি বাংলাদেশ পোষ্ট পত্রিকার সরকার শরিফুল ইসলামের ছোট বোন ও ফিন্যানসিয়াল এক্সপ্রেস পত্রিকার রাজশাহী প্রতিনিধি মঞ্জুয়ারা খাতুনের ননদ।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *