আলিফ হোসেন,
তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে বাড়ির পাশের আমগাছ থেকে আবুল হোসেন (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত ১৩ অক্টোবর
রোববার ভোরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত আবুল হোসেন কৃষ্ণপুর গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। আবুল হোসেনের লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান।
এদিকে পুলিশ ও এলাকাবাসী জানায়, স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কলহ হতো আবুল হোসেনের। তাঁদের ঘরে দুই ছেলে সন্তান রয়েছে। কয়েক দিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। রোববার ভোরে বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন আবুল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যে উচ্চতায় নিহতের লাশ ঝুলে ছিল, সে উচ্চতায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তানোর থানার ওসি মিজানুর রহমান মিজান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।#
তানোরে আমগাছ থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

Leave a Reply