December 21, 2024, 12:06 pm
জুনায়েদ খান সিয়াম,
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর এলাকায় ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় এক লম্পট, এ ঘটনা এলাকাবাসী লম্পটকে আটক করে পুলিশে সোপর্দ করেন।স্থানীয়, পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা-বাবা গত মঙ্গলবার দুপুরে বাসা পরিবর্তন করার সময় ভ্যান চালক পূর্ব মুণ্ডপাশা গ্রামের মৃত সফিজ উদ্দিন বেপারীর পুত্র ইব্রাহিম বেপারী (৩৫)শিশুটিকে ভ্যানে করে নিয়ে আসে এবং নতুন ভাড়াটিয়া শামসুল হক বেপারির নতুন ঘরে নিয়ে এসে শিশুটির স্পর্শকাতর স্থানে শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি লম্পট ইব্রাহিমের গায়ে কামড় বসিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পায়। এ বিষয়ে সাবেক শিক্ষক অমল মাস্টার দায়সারা সালিশ বিচার করেন।পরবর্তীতে লম্পট ইব্রাহিম ও তার স্ত্রী বিষয়টি জানাজানি বা বাড়াবাড়ি না করতে ভুক্তভোগী পরিবারকে ধারালো অস্ত্র দিয়ে খুন জখমের হুমকি দিয়ে আসে।বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে, শিকারপুর হাট থেকে এলাকাবাসী লম্পটকে আটক করে থানায় সোপর্দ করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।