January 2, 2025, 8:38 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগর স্বজন সমাবেশের উদ্যেগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার নুরে মদীনা হাফিজিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রধান করা হয়। সুজানগর যুগান্তর স্বজন সমাবেশের সদস্য ও মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড.আবুল হাশেম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও অত্র মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম, সুজানগর যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,শিক্ষক হাফেজ ইলিয়াস ইব্রাহিম,হাফেজ আব্দুল আহাদ ও ডা. নুরুন্নবী বখশ। পরে সুজানগর যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে কৃতি শিক্সার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মধ্যভদ্রঘাট ইসলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আনিছুর রহমান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।