নলছিটিতে অনুষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার বিকেলে উপজেলার রায়াপুর বটতলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শহীদ আহনাফ একাদশ ২-৩ গোলে শহীদ আবু সাঈদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে শহীদ আবু সাঈদ একাদশ, শহীদ ইরফান একাদশ, শহীদ তাহমিদ একাদশ, শহীদ আহনাফ একাদশ, শহীদ মুগ্ধ একাদশ ও শহীদ আবরার ফাহাদ একাদশ অংশ নেয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএম কলেজের সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তৌহিদ আলম মান্না। স্থানীয় নবজাগরণ যুব সংঘ ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টর দলগুলোতে জাতীয় ও স্থানীয় খেলোয়াররা অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *