দোয়ারাবাজারে শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলন

হারুন অর রশিদ।।

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শ্রীশ্রী
মদন মোহন মন্দিরে সার্বজনীন দুগোৎসব শ্রী কেশব চন্দ্র লোদী ও শোভা রাণী সরকার
নীলকন্ঠ ত্রিশূল যুব সংঘ কতৃক আয়োজিত মন্দিরে পূজা মন্ডপ ও শারদীয় দূর্গোৎসবের কমিটির মাঝে নগদ অর্থ প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন। তিনি অতিথি বৃন্দ হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক সামসুল হক নমু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফুর রহমান খসরু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হারুনর রশীদ,
উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য কৃষ্ণ মোহন রায়, উপজেলা যুব দল নেতা মাদব রায় প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *