নলছিটিতে চরকয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে চরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবি ইয়াসমিনের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন।
অভিযোগে জানা যায়, বেবি ইয়াসমিন বিদ্যালয়ে যোগদানের পর থেকে একের পর এক দুর্নীতি ও অনিয়ম করে যাচ্ছেন। বিদ্যালয়ের নলকূপের সঙ্গে সংযোগ করে নিজের ঘরে পানির লাইন নিয়েছেন। ফলে নলকূপটি শিক্ষার্থীরা ব্যবহার করতে পারছে না। ঝড়-বন্যায় বিদ্যালয়ে কোন ক্ষতি না হলেও তিনি স্থানীয় মিস্ত্রি এনে নতুন দুটি টিন খুলে ফেলেন। বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বরাদ্দ এনে তা আত্মসাত করেন। গত ২৬ জানুয়ারি বিদ্যালয়ের মাঠের পাশে দুটি চাম্বল গাছ কেটে বিক্রি করে দেন। ওই টাকাও তিনি আত্মসাত করেন। গাছ কাটার জন্য কোন কমিটি করা হয়নি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি গাছ কেটে বিক্রি করেন। বিদ্যালয়টি তাঁর বাড়ির পাশে হওয়ায় তিনি ঠিকমতো ক্লাসে আসেন না। স্কুল রেখে বাড়িতে গিয়ে রান্না করনে। এ বিষয়ে অভিভাবকরা কিছু বললে, তাকে দেখে নেওয়ার হুমকি দেন এই প্রধান শিক্ষক। তাঁর অনৈতিক কর্মকান্ডের ফলে দিনদিন বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ হারাচ্ছে। তাঁর খামখেয়ালীপনায় অতিষ্ট হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা।
এ ব্যাপারে প্রধান শিক্ষক বেবি ইয়াসমিন বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। আমার বাড়ির পাশে স্কুল থাকায় অনেকেই আমাকে সহ্য করতে পারেন না।
ঝালকাঠির জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ইতোমধ্যে বেবি ইয়াসমিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট পেলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *