সুন্দরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন দলের নেতাকর্মীর সাথে পুলিশের মতবিনিময় সভা

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গা পূজা-২০২৪ উপলক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সুন্দরগঞ্জ থানা সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার মোঃ মাজেদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, সদস্য সচিব মাহমুদুল প্রামাণিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ একরামুল হক, তদন্ত ওসি মিলন কুমার চ্যাটার্জী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার বাবলু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত সরকার।  এসময় বক্তাগণ শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য- এবছর মোট ১১৫টি মণ্ডপে শারদীয় দূর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি মণ্ডপে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশও মোতায়েন থাকবে। পাশাপাশি সেনাবাহিনীসহ যৌথবাহিনীর টহল অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *