বাবুগঞ্জ প্রতিনিধি ঃ থানায় অভিযোগের পর সাংবাদিক সোহেবের ছিনতাইকৃত দুইটি স্বাক্ষরিত ব্লাঙ্ক চেকের পাতার একটি চেকের পাতা ও স্বাক্ষরিত ব্লাঙ্ক রেফ উদ্ধার করেছে পুলিশ।
অপর চেকের পাতাটি ফিরে পেতে আদালতে মামলা দায়ের করেছেন সাংবাদিক কে এম সোহেব জুয়েল।
ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামে মৃত আলীআহম্মদ খলিফার পুত্র সাংবাদিক সোহেব জুয়েলের বেলায়। সোহেব জানায় শেখ হাসিনা সরকার থাকাকালীন সময় বাবুগঞ্জ উপজেলা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের পুত্র মোর্শেদ ও একই গ্রামের মৃত আলি আজিম খানের পুত্র নান্নু খান সাংবাদিক সোহেব জুয়েলকে জিম্মি করে চাঁদার দাবিতে ছিনিয়ে নেয় বাবুগঞ্জের আগরপুর রুপালি ব্যাংকের ১৮৫০৬০০৪৪ সিরিয়ালের হিসাব নং ৩৪২৬০১০০০৫৫৮৯।
ছিনতাই কৃত ব্লাঙ্ক চেক ও ব্লান্ক রেফ গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ ও গৌরনদী থানা পুলিশের সহায়তায় ৩ অক্টোবর ২০২৪ ইং শুক্রবার উদ্ধার করা হলেও এখন পর্যন্ত রুপালি ব্যাংক সাখার ০৩৮৬৮১৪ সিরিয়ালে হিসাব নং – ৫৫৮৯ চেকের পাতাটি উদ্ধার করা সহ অপরাধীদের আইনের আওয়াতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে উল্লেখিত নান্নু খান ৪৮ ও মোর্শেদ ৪৯ হাওলাদারকে আসামী করে দঃ বিঃ আইনের ৩২৩/৩৮৫/৩৮৭/৩৮৯/৫০৬ (২) ও তৎসহ অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে ৭ অক্টোবর সোমবার বাদী হয়ে মামলা দায়ের করেন সাংবাদিক কেএম সোহেব জুয়েল।

Leave a Reply