বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কর্মকর্তা সাথে মতবিনিময়

এস মিজানুল ইসলাম,
বিশেষ সংবাদদাতা: বানারীপাড়ায় শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৩টায় বরিশালের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান অতিথি এবং পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন বিশেষ অতিথি উপজেলার কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার। মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ করে হিন্দুসম্পদায়ের ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলা হয়। এজন্য নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন পুলিশ এবং নেতৃস্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম, শিক্ষক প্রতিনিধি গোলাম মাহবুব মাস্টার, কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরের সভাপতি দেবাশীষ দাস, সাংবাদিক মোঃ সাইদুর রহমান, ছাত্র সমন্বয়ক মোঃ সাব্বির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *