December 21, 2024, 12:03 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলার প্রধান নগরী ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাসহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আজিজুল ইসলাম ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান। এসময় উৎসব মোখর দুর্গাপুঁজা উদযাপনের প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে পুঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে নগরীর দুর্গাবাড়ী,শিববাড়ী,কালীবাড়ি রামকৃষ্ণ মিশন রোডসহ বিভিন্ন এলাকার বিভিন্ন মন্ডপ ও প্রতিমা তৈরী
কর্মযজ্ঞ পরিদর্শন করেন পুলিশ সুপার (এসপি) মোঃ আজিজুল ইসলাম ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান।
পরিদর্শনকালে পুলিশ সুপার (এসপি) মোঃ আজিজুল ইসলাম জানান, পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবীদের তালিকা ও জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ মন্দিরের প্রকাশ্য স্থানে স্থাপন করার পরামর্শ প্রদান করা হয়েছে।
তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন এবং সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হয়, যাতে পুরো উদযাপনটি নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও আশ্বস্ত করেন।
জেলা পুলিশ সুপার ও ওসি কঠোরভাবে জানান যে, কেউ যদি শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করা সকল ধর্মের সকল নাগরিকের ধর্মীয়, নৈতিক, সামাজিক ও আইনী দায়িত্ব।
এ বছর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ময়মনসিংহ জেলা পুলিশ পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান।
এদিকে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করতে বৃষ্টির মাঝে রাতের আধারে ঘুরে ঘুরে পুঁজা মন্ডপ গুলো পরিদর্শন করায় পুঁজা উদযাপন কমিটির পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান এর প্রতি কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।