খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারি স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তারাগঞ্জের ছাত্রলীগ ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, তারাগঞ্জ কারিগরি বিএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মিয়া (২০), হাড়িয়ারকুঠি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহীদার রহমান বাটটু(৩৭), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম (২৫), আলমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (২৪), আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক দিপু (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে টিকে রাখার জন্য সাবেক এমপি আহসানুল হক ডিউক চৌধুরীর নেতৃত্ব স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছোরা, বল্লম, তীর-ধনুক, চাইনিজ কুড়াল, রামদা, সামুরাই, লোহার রড, স্টিল পাইপ, পেট্রোল বোমাসহ দেশিয় অস্ত্র নিয়ে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার ওপর আক্রমণ চালায়। এতে ৭০ থেকে ৮০ জন ছাত্র-জনতা আহত হয়। এ ছাড়াও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোকানপাট ভাঙচুর, মালামাল লুটপাট, ৩৫টি মোটরসাইকেল, সরকারি একটি পাজেরো গাড়িতে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয়। এভাবে দুই দিনে তাঁরা অগ্নি সন্ত্রাস, লুটপাট ও ভাঙচুর করে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি ও এশিয়ান টিভির রংপুর ব্যুরো প্রধান বাদশাহ্ ওসমানী বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর রংপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলী আদালতে ১৬৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, তারাগঞ্জ ও বদরগঞ্জ পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার দিবাগত রাতে আসামীদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বদরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
Leave a Reply