নলছিটিতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

এসময় কলেজ প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃক্ষ চারা রোপন করা হয়। সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান,ছাত্রদলের সরকারি নলছিটি ডিগ্রি কলেজের আহবায়ক মো. রাকিব গাজী,সদস্য সচিব হিমেল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তারা জানান, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল শাখা শিক্ষাবান্ধব রাজনীতি করতে চায়। এছাড়া আমরা বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকতে চাই তারই অংশ হিসেবে আজকে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *