December 21, 2024, 2:35 pm
কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্টেন্ড হতে গোমতী ব্রীজের দঃ মাথা পর্যন্ত পরিবহনে দূর্নীতি, চাঁদাবাজি, অবৈধ পার্কিং থাকায় দীর্ঘ ২০ বছর যাবত সাধারণ মানুষের ভোগান্তির শেষ ছিল না, দূরদূরান্ত থেকে আসা সিএনজি, প্রাইভেটকার,নছিমন,অটোরিকশা, বাস,ট্রাক ড্রাইভারদের গুনতে হতো অতিরিক্ত চাঁদা, না দিলে বিভিন্ন বাহানা করে আটকিয়ে মারধর করতো এমনটাই জানিয়েছেন স্থানীয় ড্রাইভার ও শ্রমিকরা,গত ৫ ই আগষ্টের স্বাধীনতার পর সকল চাঁদাবাজ পালিয়ে গেলেও বন্ধ হয়নি যানযট, মাইলের পর মাইল যানযট দূর করতে কুমিল্লার মুরাদনগরের সাবেক এমপি,সাবেক মন্ত্রী আলহাজ্ব মোফাজ্জল হোসেন কায়কোবাদের কঠোর নির্দেশনায় ২০ জন লাঠি ম্যান শ্রমিক,২৫ জন সেচ্ছাসেবী মোট ৪৫ জনের একটি টিম দু ধাপে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে নিরলস ভাবে। স্থানীয় সূত্রে জানা যায় কুমিল্লা জেলা শ্রমিক নেতা হাজী মোঃ ইদ্রিস মিয়া ও শ্রমিক দল নেতা জাকির হোসেন ওরফে টাইগার জাকিরের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ ২০ বছর পর ফিরে আসে পরিচ্ছন্ন পরিবহন, রাস্তায় নেই যানযট সহসাই ফিরছে পরিবহন নিয়ে ড্রাইভাররা,এতে খুশি সরকারি চাকরি জীবি ও সাধারণ যাতীরা,এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতা ও শ্রমিকদল নেতা টাইগার জাকির হোসেন জানান এখন কোম্পানীগঞ্জ বাস স্টেন্ড, বাজারে চাঁদাবাজি নেই, সম্পূর্ণ চাদা ও যানজট মুক্ত পরিবহন সেবা দেওয়া হচ্ছে। সাবেক মন্ত্রী আলহাজ্ব মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নির্দেশায় আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন তুহিন, এডভোকেট মোঃ হাসান,মোঃ হেদায়েত উল্লাহ, ছাত্র দল নেতা বিজয় নেছার,শ্রমিক দল নেতা জসিম উদ্দিন, যুবদলের নেতা ওয়াসিম,ওমর উল্লাহ, শ্রমিক দল নেতা আঃআলীম,ছাত্র দল নেতা ইয়াসমিন সহ অন্যান্যরা,