December 21, 2024, 3:58 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে “হার পাওয়ার” প্রকল্পের ৮০ প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপের ব্যাগ,কলম-খাতা ও ম্যানুয়াল বই বিতারণ করা হয়েছে ।
মঙ্গলবার(০১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপের ব্যাগ,কলম-খাতা ও ম্যানুয়াল বই বিতরণ করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের ওমেন আইটি সার্ভিস প্রোভাইডারের চারটি গ্রুপে ২০ জন করে মোট ৮০ জনকে চারটি ট্রেডের মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে। যাতে পুরুষদের পাশাপাশি নারীরাও সংসারে উন্নতি করতে পারে। এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে প্রতি ব্যাচে ২০ জন করে মোট ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপের ব্যাগ,কলম-খাতা ও ম্যানুয়াল বই বিতরণ করেন উপজেলার আইসিটি অফিসার দিপু সরকার।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওমেন আইডি সার্ভিস প্রোভাইডার এর জেলা কো-অর্ডিনেটর মলয় দাস, মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার,তালতলী প্রেসক্লাবের সভাপতি মো.খাইরুল ইসলাম,ওমেন আইডি সার্ভিস প্রোভাইডারের প্রশিক্ষক মো.রফিকুল ইসলাম অন্তর ও মো. মহিউদ্দিন।
এ সময় আইসিটি অফিসার জনাব দিপু সরকার এ উপজেলায় অনুষ্ঠিত হার পাওয়ার প্রকল্পের আরও চারটি ব্যাচের পরিদর্শন করেন ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি