December 21, 2024, 2:22 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে মাদ্রাসার ক্লাস চলাকালীন সময়ে ইভটিজিং করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ স্থানীয় এলাকাবাসী সাদি মোহাম্মদ সানি নামে এক বখাটে যুবককে আটক করে পুলিশের নিকট প্রেরণ করেছে। এ সময় সৌরভ নামে অপর এক বখাটে যুবক পালিয়ে যায়। আটককৃত সাদি মোহাম্মদ সানি(২১) উপজেলার রাণীনগর ইউনিয়নের শারীরভিটা গ্রামের মুসা শেখ ছেলে। এ ঘটনায় মঙ্গলবার অত্র মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার ওসি সাকিউল আযম জানান, মঙ্গলবার মামলার ভিত্তিতে আসামীকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে। এবং পলাতক অপর আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।