গৌরনদী মডেল থানায় জিডিও মামলা করতে কোন টাকা লাগবে না মত বিনিময় সভায় নবাগত ওসি ইউনুস মিয়া

বি এম মনিরুল ইসলাম,
বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় গৌরনদী মডেল থানায় মত বিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়ার সাথে মত বিনিময় করেন সাংবাদিকরা। পূর্ব হতেই সাংবাদিকবন্ধু ও জনগণের সেবক হিসেবে জেলায় ব্যাপক পরিচিত রয়েছে এই মিডিয়াবান্ধব পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া তিনি বলেন, জনগণ রাষ্ট্রের মালিক আর পুলিশ জনগণের সেবক,আজ থেকে গৌরনদী মডেল থানায় জিডি ও মামলা করতে কোন টাকা লাগবে না,জনগণ কখনো হেনস্তার শিকার হবে না। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি গৌরনদী প্রেসক্লাব ও জাতীয় দৈনিক যুগান্তরের প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের গৌরনদী প্রতিনিধি বদরুজ্জামান খান সবুজ,গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের গৌরনদী প্রতিনিধি মোহাম্মদ আলী বাবু,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান, বাংলাদেশের খবরের গৌরনদী প্রতিনিধ এসএম মিজান, দৈনিক ভোরের সময়ের গৌরনদী প্রতিনিধি রাজীব ইসলাম তারিম,সাংবাদিক বিএম বেলাল, আরিফিন রিয়াদ, আতাউর রহমান চঞ্চল,পঙ্কজ কুন্ডু, আবু সালেক মামুন, এসময় নবাগত ওসি মোহাম্মদ ইউনুস মিয়া উপজেলায় মাদক ও দালাল নির্মূলে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *