মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় মাস পর কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদ হোসেন,কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, ওসিএলএসডি সৈকত সেন গুপ্ত সহ অন্যান্য কর্মকর্তা।সভায় উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল বাহার, শিমুল বিল্লাল, জাকির হোসেন, শুকলাল দেবনাথ, আবদুর রহিম, জাকির হোসেন (আন্দিকোট),বাহার খান, আবু মুছা আল কবির, আবুল বাশার খান( কামাল্লা), আবুল কালাম আজাদ (যাত্রাপুর), গোলাম কিবরিয়া, ইকবাল সরকার, কাজী তুফরীজ এটন (সদর), কাজী আবুল খায়ের, সহ অন্যান্যরা

Leave a Reply