চৌদ্দগ্রাম ছুপুয়া মজুমদার বাড়ীতে ফ্রী হার্ট ও মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

মোঃতরিকুল ইসলাম তরুন, 

 হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার ২০ বছর ও বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে “জীবন বাঁচাতে চাই কর্মদ্যোগ” -এই শ্লোগান নিয়ে গতকাল ২৭ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত  হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা ও ইনার হুইল ক্লাব অব কুমিল্লা’র উদ্যোগে চৌদ্দগ্রামের ছুপুয়া মজুমদার বাড়ীতে (ডা. আলী নুরের বাড়ী) এক ফ্রি হার্ট ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।  এতে প্রায় পাঁচ শতাধিক হার্টের রোগী ও বন্যা পরবর্তী বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা দেয়া হয় এবং প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও ইসিজি, রক্ত পরিক্ষা বিনা মূল্যে করা হয়,এসময়  চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, মহাসচিব ডা. গোলাম শাহজাহান, ডা. মল্লিকা বিশ্বাস, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম জামিল, বিশিষ্ট জেনারেল ও ব্রেস্ট সার্জন ডা. ইসরাত জাহান, গাইনি বিশেষজ্ঞ ডা. কবিতা সাহা, শিশু বিশেষজ্ঞ ডা. ফারহানা ইয়াসমীন, সিডি প্যাথ এন্ড হসপিটালের আবাসিক চিকিৎসক ডা. রাসেল আহমেদ, ডা. অম্বিকা সাহাএবং ডা. মানবেন্দ্র বিশ্বাস।সমগ্র ক্যাম্পটি সুন্দরভাবে আয়োজন ও সার্বিক তত্বাবধান করেন সিডি প্যাথ এন্ড হসপিটালের পরিচালক ও চৌদ্দগ্রামের কৃতিসন্তান ডা. আনোয়ারুল আজিজ মজুমদার (আলী নুর)। সহ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *