আজিজুল ইসলাম,যশোরঃ পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দিঘা চালিতাবাড়িয়া গ্ৰামের ৫ টি পরিবার ১৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় দিনযাপন করছেন।
পানি বন্দি থাকার কারনে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়েছে পরিবারগুলো। এ ছাড়াও বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন সমস্যার ভেতর রয়েছেন তারা । পানি নিস্কাসনের কোনো ব্যবস্থা না থাকায় হাঁটু পানির ভেতরেই বসবাস করতে হচ্ছে তাদের।
এলাকার বাসিন্দা হুমায়ুন কবির মিরাজ বলেন, ঘরের বারান্দা পর্যন্ত প্রায় পানি উঠে গেছে। চুলা এখনও পানির নিচে ডুবে থাকায় রান্না করতে পারছি না। অনেক দিন যাবত পানি বন্দি থাকলেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করছেন না কেও।
শহিদুল ইসলাম নামে পানিবন্দি আরেকজন বলেন,নিজেরা দুই বেলা খেতে পারলেও গরু-ছাগল নিয়ে মহাবিপদে আছি। মাঠ-ঘাট তলিয়ে যাওয়ার ঘাস নেই।বাড়তি দামে কিছু ঘাস কিনে গরু-ছাগলকে খেতে দিচ্ছি। আমাদের খবর কেউ নিচ্ছে না, সেই সাথে সাপের ভয়েও ঘুম হারাম হয়ে গেছে।
মহল্লার কাদের জানান, এই পাড়ায় কয়েক বছরে নতুন নতুন অনেক বাড়িঘর তৈরি হয়েছে। লোকজনের চলাচলের জন্য রাস্তা নির্মান হলেও পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়নি।ফলে সামান্য বৃষ্টিতেই এই মহল্লায় পানিবন্দি হয়ে পড়েছে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান জানান,পানি বন্দির বিষয়টি আমার জানা ছিলো না। খোঁজ খবর নিয়ে পানি নিস্কাসনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Leave a Reply