প্রেস বিজ্ঞপ্তি।।
রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউর আলোচনা সভা গতকাল ( শুক্রবার) বিকালো নগরীর একটি রেষ্টুরেন্টে উত্তম কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন ফেরদৌস আরা বেগম,ডক্টর প্রনব প্রসাদ দাস,হায়াত চৌধুরী, রুবেল চৌধুরী, অনুপম চৌধুরী, সূবর্না ভট্টাচার্য, সুমন কল্যান,এম এ হাসেম সহ অন্যারা।
উক্ত অনুষ্ঠানে বেসিক এডুকেশন এবং লিটারেসি নিয়ে বিষদ আলোচনা হয়। ভবিষ্যতে কোন বিদ্যালয়ের গরীব মেধাবী ছাত্র কে বৃত্তি প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত হয়। মেয়েদের সচেতনতা মূলক কর্মসূচি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করার সিদ্ধান্ত হয়। বিগত বন্যায় ক্লাবের সকলের সহযোগীতার জন্য এবং বৃক্ষরোপন অভিযান স্বার্থক করার জন্য ক্লাবের সভাপতি, উত্তম ব্যানার্জী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।।
রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউর আলোচনা সভা

Leave a Reply