এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। রবিবার ২২ সেপ্টেম্বর বানারীপাড়ায় ব্র্যাকের প্রবাস বন্ধু ফোরামের সভা বেলা ১১ টায় চাখার ব্র্যাকের অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান। সভায় বিদেশ থেকে যারা বিভিন্ন সমস্যায় পরে ফেরত আসে তাদেরকে বিভিন্ন সহায়তার জন্য পদক্ষেপ নেয়া হবে। এ জন্য প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তালিকা করা হবে। ইতিমধ্যে ১৩ জন ক্ষতিগ্রস্থদের আনুষ্ঠানিক ভাবে সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য লজিস্টিক সহায়তা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
সভায় আলোচনা করেন ফোরামের সহ-সভাপতি নাজমিন জাহান পলি, সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শাজাহান, সদস্য আব্দুল আউয়াল, ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট সাইকোসোস্যাল কাউন্সেলর এস এম সুদীপ্ত শাহীন, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ শোভন খান প্রমূখ।#

Leave a Reply