পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী দায়িত্বভার গ্রহণ 

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

অদ্য ২২/০৯/২০২৪ খ্রিঃ রোজ রবিবার সকাল ১০.০০ঘটিকায় পঞ্চগড় জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে এস, এম, সিরাজুল হুদা পিপিএম-বার  পুলিশ সুপার পঞ্চগড় নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন। 

দায়িত্বভার গ্রহণের পূর্বে নবাগত পুলিশ সুপার  কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, ডিআইও-১, অফিসার ইনচার্জ,  জেলা গোয়েন্দা শাখা; কোর্ট ইন্সপেক্টর; সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *