নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২ শ আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্য ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আদিবাসী নেতা রাজকুমার শাও, মহিশালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তেফা কামাল সজল প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, কাউকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। পিছিয়ে পড়া আদিবাসী শিক্ষার্থীদের ভাগ্যের পরিবর্তের জন্য এ শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছেন সরকার। তারা জীবন জীবিকার জন্য মাঠে ঘাটে কাজ করে পড়াশুনা করে থাকে। তাদের লেখাপড়াকে এগিয়ে নেয়ার জন্য এ শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। তাদের লেখা পড়ার ব্যপারে শিক্ষক, অভিভাবক, এলাকার জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তাদের খোঁজখবর নিতে হবে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Leave a Reply