ক্ষমতার অপব্যবহার শিক্ষাগত যোগ্যতা নেই চাকুরি করছে ল্যাব সহকারী পদে

এটিএম সেলিম,
ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শিক্ষাগত যোগ্যতা নেই তবু ল্যাব সহকারী পদে নিয়োগ পেয়েছেন উপজেলার সাবেক ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক। অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে। উপজেলার রাধাকানাই ইউনিয়নের রাধাকানাই উচ্চ বিদ্যালয়ে ২৪/১১/২০২২ সনে অবৈধ নিয়োগের মাধ্যমে ০১/১২/২০২২ যোগদান করছেন মোজাম্মেল। আওয়ামীলীগের দলীয় প্রভাব ও ক্ষমতার দাপটে সরকারি বিধি—বিধানের তোয়াক্কা না করে আর্থিক সুবিধা নিয়ে নিয়োগটি প্রক্রিয়া করেন রাধাকানাই ইউনিয়নের চেয়ারম্যান, ফুলবাড়ীয়া আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন এডভোকেট এর মেয়ের জামাতা ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া শিমুল তরফদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচার সরকার পতনের পর থেকেই এই অবৈধ নিয়োগ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এখনো ক্ষমতার দাপটে প্রতিনিয়ত বিদ্যালয়ে যাচ্ছে সাবেক ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী ৩২ নং ক্রমিকে উল্লেখ আছে, বাংলাদেশ কারিগারি শিক্ষা বোর্ড হতে ০৩ (তিন) বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সসমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে।নীতিমালা অনুয়াযী নেই কোন যোগ্যতা কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে ল্যাব সহকারী পদে।
নাম প্রকাশে অনিচছুক স্কুলের একাদিক শিক্ষক বলেন, আমরাও বিষয়টি জানি নিয়োগটি অবৈধ, যোগ্যতা না থাকা সত্ত্বেও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির আর্থিক সুবিধা নিয়ে নিয়োগ দিয়েছেন। শেখ রাসেল ল্যাবে দক্ষ অপারেটর নিয়োগ না দেওয়ায় অকেজো হয়ে পড়ছে ল্যাপটপ, ডেস্কটপ, ও প্রিন্টারসহ ইলেক্টনিক ডিভাইস। ব্যহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। বিপাকে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিয়োগের ব্যাপারে প্রধান শিক্ষক আকরাম হোসেন মল্লিক বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী নিয়োগ অবৈধ। আমি অন্য প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলাম। নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানের কমিটির সভাপতি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফিজুল রহমান (ভূঞা) বলেন, আমি বিষয়টি দ্রুত তদন্ত করে দেখবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *