বাবুগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ গৃহবধু শিউলির পরিবারের

কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে গৃহবধু আত্ম হত্যা নয়, হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন গৃহ বধু শিউলির পিত্রালয়ের পরিবারের লোকজন।

ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাপুর গ্রামে। গতকাল ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার গৃহবধূ শিউলির পিত্রালয়ের লোকজন এমন অভিযোগ করেন গনমাধ্যমকে।

গৃহবধূ বাবুগঞ্জ উপজেলার একই ইউনিয়নের ঠাকুরমুল্লিক গ্রামের রসিদ প্যাদার কন্যা শিউলি আক্তার -৩২। তাকে( শিউলি) গত ৭/৮ বছর পূর্বে ইসলামি শরিয়ত মোতাবেক একই ইউনিয়নের মৃত মোঃ মুনসুর বেপারির পুত্র সেলিম বেপারীর কাছে বিবাহ দেন শিউলির অসহায় পিতা মাতা ও স্বজনেরা।

সিউলির বিবাহর পুর্বে একাধিক বিবাহ করেন তার স্বামি সেলিম বেপারি তা জেনেও অসহায় পরিবার শিউলিকে বিবাহ দেন সেলিমের কাছে। সতিন ও সন্তানদের অত্যাচারে স্বামীর সংসারে দিন কাটতে হয় নিঃসন্তান শিউলি বেগমের। শিউলির পিতা মোঃ রসিদ প্যাদা ও মাতা নুরজাহান বেগম ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে শিউলির মৃত্যুর সংবাদ শুনতে পেয়ে তার শ্বশুর বাড়িতে যান তারা এবং শিউলিকে ফ্যানের সাথে ঝুলতে দেখে ডাক চিৎকার দিয়ে বলেন, মোর মাইয়া গলায় দরি দিয়া মরে নাই, ওরা মোর মাইয়ার গলায় দরি দিয়া ফ্যানের সাথে ঝুলাইয়া মাইরা ফালাইছে, এই হত্যার কঠিন বিচার চাই ।

অপর দিকে, শিউলির ফুপু হিরু বেগম, সিউলির ভাই বেল্লাল সহ উপস্থিত শতাধিক স্হানীয় লোকজনের দাবি শিউলি বেগম কোন ভাবেই আত্ম হত্যা করে নাই তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে শিউলির সতিন খালেদা ৪৫ সৎ মেয়ে,রিমঝিম -১৮, পুত্র রোমান বেপারী ৩২ সাহিদা বেগম ৩০ এদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞেসাবা করলেই শিউলি হত্যার আসল রহস্য উদঘাটন হবে বলে বিশ্বাস করেন তারা।

অপরদিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্ত শেষে গতকাল ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিউলির পিত্রালয়ের গ্রামের বাড়ি ঠাকুর মুল্লিকে জানাজা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে তাকে। এ বিষয় বাবুগঞ্জ থানা পুলিশ সুত্রে জানাগেছে শিউলি মৃত্যুর ঘটনায় বাবুগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে পোষ্টমার্টাম রিপোর্ট দেখে পরবর্তি ব্যাবস্হা নেয়া হবে।

পারিবারিক ও স্হানীয় সুত্রে জানাগেছে শিউলির স্বামী হত্যাকে ধামাচাপা দিতে বিভিন্ন মাধ্যমে এক লক্ষ টাকা দেওয়ার প্রস্তাবও পাঠিয়েছেন।

অপরদিকে শিউলি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পরেন উপস্থিত এলাকাবাসী। তাই প্রশাসনের সর্বমহলে শিউলি হত্যা রহস্য উদঘাটন করে দ্রুত অপরাধীদের শাস্তি দাবি জানিয়েছেন শিউলির অসহায় পিতা মাতা সহ এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *