বরগুনার তালতলীতে জলবায়ু তহবিলের ন্যায্যতার দাবীতে সাইকেল র‌্যালি

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
জলবায়ু তহবিলের ন্যায্যতার দাবীতে বরগুনার তালতলীতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এ বাই-সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা (বুড়িশ্বর) নদীর পাশ দিয়ে জয়ালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোনশেল্টার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, পরিমল চন্দ্র সরকার র‍্যালির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, মো. জসিম উদ্দীন, পায়রা নদীর ইলিশ রক্ষা কমিটির যুগ্ম আহবায়ক মো. ইমরান হোসেন, পরিবেশকর্মী ও সাংবাদিক মোস্তাফিজ, উন্নয়ন কর্মী এম মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) এর অধীনে স্বীকৃত, যা ধনী ও দূষণকারী দেশগুলিকে বাধ্য করে প্রাচ্যের অভিযোজন এবং প্রশমন চাহিদা মেটাতে, এবং ক্ষয়ক্ষতি পুরণের জন্য যথাযথ অনুদান-ভিত্তিক জলবায়ু অর্থ প্রদান করতে হবে। জলবায়ু ঋণ পরিশোধের অংশ হিসেবে জলবায়ু তহবিল অবশ্যই এমনভাবে সরবরাহ করা উচিত যা ব্যক্তিগত বিনিয়োগ বা কর্পোরেট মুনাফার দ্বারা প্রভাবিত না হয়। সেজন্য ক্ষতিপূরণের জলবায়ু তহবিলে অর্থপ্রদানের জোর দাবীসহ প্রতিবছর কমপক্ষে পাঁচ কোটি সাতানব্বই লক্ষ সত্তর হাজার কোটি টাকার ক্ষতি পূরণ অর্থের দাবী জানানো হয়।

ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পায়রা নদীর ইলিশ রক্ষা কমিটির আয়োজনে এ  র‍্যালি অনুষ্ঠিত হয়। এসময় অর্ধ-শতাধিক শিক্ষার্থী র‍্যালিতে অংশগ্রহণ করে।

মংচিন থান
বরগুনা প্রতিনিধি ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *