January 15, 2025, 4:17 am
তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি মুহম্মদ তরিকুল ইসলামকে কার্ড পড়িয়ে দিয়েছেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তেঁতুলিয়া প্রেস ক্লাবে কয়েকজন সদস্য মিলিত হয়ে জবাবদিহি প্রতিনিধিকে এই কার্ড পড়িয়ে দেয়া হয়।
এ সময় যমুনা টেলিভিশনের পঞ্চগড় নিপোর্টার রনি মিয়াজী, জাতীয় দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান শাকিল, দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি রতন, দৈনিক সময়ের আলো উপজেলা প্রতিনিধি আল আমিন, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি জুলহাজ উদ্দিন, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।