পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসক মো.সাবেত আলীর সাথে সাংবাদিকদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.সাবেত আলী নতুন রুপে পঞ্চগড়কে গড়ার জন্য সাংবাদিকদের নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন,সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। তা-হলে আমরা উন্নয়নের গতিকে আরও বেশি তরান্বিত করতে পারবো।জেলার সকল কর্মকান্ডে প্রশাসনকে সহযোগীতার আহবান জানান তিনি।এসময় সাংবাদিকদের সকল প্রকার সহযোগীতারও আশ্বাস দেন নবাগত এই জেলা প্রশাসক।

আলোচনা সভায় জনগনের প্রত্যাশা পুরনে জেলার প্রধান প্রধান সমস্যা সমাধান ও সম্ভবনা নিয়ে বিভিন্ন আলোচনা উঠে আসে। বিবেক ও ন্যায়বোধ উজ্জীবিত হয়ে বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো.আবু সাঈদ,প্রেস ক্লাবের আহবায়ক সরকার হায়দার পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আনিস প্রধান সাধারণ সম্পাদক শাহজালাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *