April 3, 2025, 3:07 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
যশোরের শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী দু’যুবক নিহ-ত মুন্সীগঞ্জে লৌহজং এ তিনজনের বিরুদ্ধে হ-ত্যা মামলা নেশাগ্রস্থ মানুষদের মতো আওয়ামী সরকারের অনেক মন্ত্রী এমপিরা দেশে লু-টপাট করেছেন – লায়ন ফরিদ বাবুগঞ্জের (আগরপুর) ঈদ পুর্নমিলনী অনুষ্টিত উল্লাপাড়ার হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান আলম আ-টক কোরআনের একমাত্র আইন শান্তি এনে দিতে পারে – অধ্যক্ষ আব্দুল আলীম কুমিল্লায় কেন্দীয় উপদেষ্টা মাহফুজ আলম কবর জিয়ারত করেন শহীদ মাসুমের ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নিমার্ণে উত্তর ও পশ্চিমাঞ্চলের ৫ কোটি মানুষ সুবিধা পাবে সাংবাদিক মাইনুলকে হ-ত্যার চেষ্টার ঘটনায় মাদ-ক সন্ত্রা-সী আদনান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ নড়াইলে পৃথক ঘটনায় তিনজনকে হ-ত্যা
“নবীজির আগমন” লিখেছেন – আব্দুল্লাহ আল শামিম

“নবীজির আগমন” লিখেছেন – আব্দুল্লাহ আল শামিম

প্রেরক – মুনতসীর মামুন।

বিশ্ব নবীর আগমনিতে খুশির জোয়ার উঠলো বেশে,
রবিউল আউয়ালে আসলেন ধরায় মা আমিনার উদার থেকে।

নুর নবীজির আগমনে ধন্য হলো সৃষ্টিকুল,
মানব,দানব পশু, পাখি মাতোয়ারায় দেয় যে সুর।

রাত ডেকে বলে আল্লাহ তায়ালা আপিল জানাই তোমার তরে,
ধন্য করে রাতকে তুমি,তোমার প্রিয় হাবীবকে দিয়ে।

দীন ডেকে বলে মহান খোদা ধন্য করো দীনকে তুমি,
এই ভূবনে আমার মাঝে আসেন যেন নুর নবীজি।

সৃষ্টিকুলের রহমত যদি আগমন করে এই ধরাতে,
দিনকে খোদা ধন্য করবেন তোমার প্রিয় হাবীবকে দিয়ে।

আসমানেরও একই দাবী, জমিনেরও একই দাবী,
মহান খোদা আবদার দেখে খুশি করলেন জগৎবাসী।

ডাক দিয়ে বলে আল্লাহ তায়ালা ওগো আমার প্রীয় বান্দা।
জগৎঝুড়ে নুর পাঠাবো অন্ধকারকে আলো করবো।

সুবহে সাদিকেতে নবী এলেন এই ধরাতে,
সেই নবীজির আগমন জগৎ জুড়ে আলোকিত।

জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিলো ভুবন।
মানব মগজ ভ্রান্ত ছিলো,পাপ করিতো যখন তখন।

দুর করিলেন আছে যত ভ্রান্ত মনের ভ্রান্ত পথ,
মানব মনে জপে ওঠে নুর নবীজি মুহাম্মদ।

সৃষ্টিকুলের মহান মানব মুহাম্মদ নামের সে নুর,
যার নামেতে নাত গেয়ে যাই কন্ঠে আছে যত সুর।

তাঁর নামেতে লিখবো ছড়া, লিখবো অনেক কবিতা,
দোয়া থাকবে আজ মোনাজাতে লিখলেন যিনি কবিতা।

লেখক, আব্দুল্লাহ আল শামিম।
অধ্যায়নরতঃ ঢাকা সরকারি আলিয়া।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD