April 3, 2025, 3:07 am
প্রেরক – মুনতসীর মামুন।
বিশ্ব নবীর আগমনিতে খুশির জোয়ার উঠলো বেশে,
রবিউল আউয়ালে আসলেন ধরায় মা আমিনার উদার থেকে।
নুর নবীজির আগমনে ধন্য হলো সৃষ্টিকুল,
মানব,দানব পশু, পাখি মাতোয়ারায় দেয় যে সুর।
রাত ডেকে বলে আল্লাহ তায়ালা আপিল জানাই তোমার তরে,
ধন্য করে রাতকে তুমি,তোমার প্রিয় হাবীবকে দিয়ে।
দীন ডেকে বলে মহান খোদা ধন্য করো দীনকে তুমি,
এই ভূবনে আমার মাঝে আসেন যেন নুর নবীজি।
সৃষ্টিকুলের রহমত যদি আগমন করে এই ধরাতে,
দিনকে খোদা ধন্য করবেন তোমার প্রিয় হাবীবকে দিয়ে।
আসমানেরও একই দাবী, জমিনেরও একই দাবী,
মহান খোদা আবদার দেখে খুশি করলেন জগৎবাসী।
ডাক দিয়ে বলে আল্লাহ তায়ালা ওগো আমার প্রীয় বান্দা।
জগৎঝুড়ে নুর পাঠাবো অন্ধকারকে আলো করবো।
সুবহে সাদিকেতে নবী এলেন এই ধরাতে,
সেই নবীজির আগমন জগৎ জুড়ে আলোকিত।
জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিলো ভুবন।
মানব মগজ ভ্রান্ত ছিলো,পাপ করিতো যখন তখন।
দুর করিলেন আছে যত ভ্রান্ত মনের ভ্রান্ত পথ,
মানব মনে জপে ওঠে নুর নবীজি মুহাম্মদ।
সৃষ্টিকুলের মহান মানব মুহাম্মদ নামের সে নুর,
যার নামেতে নাত গেয়ে যাই কন্ঠে আছে যত সুর।
তাঁর নামেতে লিখবো ছড়া, লিখবো অনেক কবিতা,
দোয়া থাকবে আজ মোনাজাতে লিখলেন যিনি কবিতা।
লেখক, আব্দুল্লাহ আল শামিম।
অধ্যায়নরতঃ ঢাকা সরকারি আলিয়া।