ধামইরহাটে নার্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও প্রশাসনিক পদে উচ্চ শিক্ষিত ও দক্ষ নার্সদের পদায়নের দাবিতে র‍্যালী ও মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে নার্সদের র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসনের ক্যাডারদের অপসারণ-পূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে “Stay for One Point Demand” বিষয়ে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় র‍্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নওগাঁ জেলা নার্সিং সংস্কার পরিষদের অন্যতম সমন্বয়ক ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স বিউটি বেগম নার্সদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এবং তিনি বলেন “আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। ”

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *