গ্রেটার ফ্লেমিংগো পাখির ছেড়ে দিল

 

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

পঞ্চগড়ের দেবীগঞ্জে দেখা মিলেছে ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখির। সোমবার সকালে দেবীগঞ্জ পৌর সদরের ময়নামতির চরে পাখিটিকে অবমুক্ত করা হয়। এর আগে গত ৮ সেপ্টেম্বর ভোরে ধলা মিয়া নামে স্থানীয় এক জেলে করতোয়া নদী থেকে পাখিটি উদ্ধার করেন।

ফ্লেমিংগো পাখিটির উজ্জ্বল গোলাপি রঙের পালক রয়েছে। পা দুটি লম্বা এবং ঠোঁটটি লম্বা গোলাপি রঙের। পাখিটির ঘাড় ইংরেজি ‘এস’ অক্ষরের মতো। এ ছাড়া পাখিটির উচ্চতা ৩০ ইঞ্চির মতো এবং ওজন পৌনে দুই কেজির মতো। পাখিটি মূলত আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার জলাভূমি অঞ্চলে পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ভোরে করতোয়া নদীতে মাছ মারতে যান ধলা মিয়া নামে স্থানীয় এক জেলে। এসময় ফ্লেমিংগো পাখিকে বক মনে করে নদী থেকে ধরে বাসায় নিয়ে আসেন তিনি। পরে যখন জানতে পারেন এটি বক নয় অন্য কোনো পাখি। তখন তিনি শখ করে পাখিটিকে বাসায় পুষতে থাকেন।

পরে ফ্লেমিংগো পাখিটি নিয়ে লালন সরকার নামে স্থানীয় এক তার ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করলে মুহূর্তেই এই বিদেশি পাখি উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ধলা মিয়ার বাসায় বিদেশি পাখিটি দেখতে ভিড় জমায়। পাখিটি সুস্থ হলে সকালে নদীর ধারে পাখিটি ছেড়ে দেন উদ্ধারকারী ধোলা মিয়া।

এ বিষয়ে ফ্লেমিংগো উদ্ধারকারী ধলা মিয়া বলেন, ময়নামতির চর সংলগ্ন করতোয়া নদীতে মাছ ধরার সময় পাখিটি পাই। এই কয়েক দিন পাখিটিকে নিয়মিত মাছসহ অন্যান্য খাবার খাইয়ে সুস্থ করি। তবে আমি জানতাম না যে এটা বিদেশি পাখি, তাই পাখিটি সুস্থ হলে ছেড়ে দেই

এ বিষয়ে দেবীগঞ্জ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাদের কালবেলাকে বলেন, ফ্লেমিংগো পাখি উদ্ধারের খবর পেয়ে আমাদের একটি টিম সেই জেলের বাসায় যায়। তবে উদ্ধারকারী জেলে পাখিটি ছেড়ে দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *