১২ই রবিউল আউয়াল মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সেমিনার আলোচনা সভা দোয়া মাহফিল ও র‍্যালি

আল আমিন মোল্লা
জীবননগর অফিস।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) হিজরি সনের ১২ রবিউল আউয়াল। পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের ১১ হিজরি সনের ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এজন্য এ দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।

বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হয়। এ উপলক্ষে

সেমিনার আলোচনা সভা দোয়া মাহফিল ও র‍্যালির আয়োজন করেন জীবননগর থানা ফাজিল ডিগ্রী মাদ্রাসা।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো: আব্দুল খালেক সাহেব, শিক্ষক : মাওলানা মো: আব্দুর সাত্তার , শিক্ষক:মো: জাহাঙ্গীর আলম, শিক্ষক : মো: জিযা রহমান, শিক্ষক : মাওলানা মো: গোলাম রাব্বানী এছাড়া উপস্থিত ছিলেন সকল শিক্ষক ও সকল ছাত্রছাত্রীবৃন্দু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *