ন্যাশনাল ডক্টরস ফোরামের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যােগে বন্যার্তদের মধ্যে চিকিৎসা প্রদান

মোঃ তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা থেকে,

ন্যাশনাল ডক্টরস ফোরামের এবংঁ বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যেগে চিকিৎসা প্রদান,গত শুক্রবার দিন ব্যাপী বি পাড়া উপজেলার আয়োজনে বন্যা পরবর্তী চিকিৎসা নিশ্চিত করনে বি.পাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি পাড়া ও বুড়িচং উপজেলার সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোঃ মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি পাড়া থানা ইনচার্জ মোঃ আতিকুল্লাহ। ন্যাশনাল ডক্টরস ফোরাম, কুমিল্লার নব নির্বাচিত সভাপতি ও কুৃমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক(চর্ম ও যৌন) ডা. জহির উদ্দিন মোঃ বাবরের তত্বাবধানে ও উপজেলা জামাতে আমীর মাওঃ রেজাউল করিমের সার্বিক সহযেগীতায় নিম্নোক্ত ডাক্তারগন চিকিৎসা প্রদান করেন। ডা. মুজিবুর রহমান (মুজিব) শিশু, ডা. সাইফুল হক( মেডিসিন), ডা জহিরুল আলম(শিশু), ডা. সাদ ইবনে ফয়সাল( চর্ম), ডা. তানিয়া আক্তার(চর্ম), ডা. সানজিদা সুলতানা( গাইনি), ডা. মোঃ আল আমিন, সহকারী রেজিস্ট্রার, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। এতে শৃংখলা ও ঔষধ বিতরণ বিভাগে দায়িত্ব পালন করেন কুমিল্লা হতে আগত ন্যাশনাল ডক্টরস ফোরাম, কুমিল্লার ফ্রী মেডিকেল ক্যাম্প বাস্তবায়নের সমন্বয়ক বৃন্দ ও মা মনি হসপিটালের এক্সিকিউটিভ ম্যানেজার মোহাম্মদ ইসমাইল হোসেন, সুপারভাইজার মোঃ শরীফুল ইসলাম।এসময় দুই শতাধিক পরিবারের মধ্যে ফ্রীতে দেওয়া হয়েছে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *