মুক্তিযুদ্ধকালীন বেস কমান্ডার বেনী লাল দাশগুপ্ত বেনু আর নেই

বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ৭১’র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরিশাল,ঝালকাঠি এবং পিরোজপুর জেলার এক বিরাট অংশের মুক্তিযুদ্ধকালীন বেস কমান্ডার বেনী লাল দাশগুপ্ত বেনু,(৮৫) পরলোকগমণ করেছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫ টা ১০ মিনিটের সময় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।

এদিন বিকাল ৩টায় বানারীপাড়া হরিসভা মন্দির প্রাঙ্গণে সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে অন্তিম শ্রদ্ধা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ড মুনতাহসিন তাসমিম রহমান অনিন্দ্রের নেতৃত্বে গার্ডঅব অনার দেওয়া হয়। পরে বানারীপাড়ার কেন্দ্রীয় মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

বেনীলাল দাস গুপ্ত বেনু ১৯৪৩ খ্রিস্টাব্দে বানরীপাড়ার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালীন তিনি ছিলেন গাভা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য তিনি জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। স্বাধীনতার পরে তিনি চট্টগ্রামে অবস্থান করেন এবং মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের সিনিয়র বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালণ করেন। অবসরের পরে তিনি বানরীপাড়ায় অবস্থান করেন। তিনি ছিলেন বানরীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, একজন লেখক, কবি ,সাহিত্যিক ও গবেষক। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য ছিলেন। দেশের স্বনামধন্য সুরকার গীতিকার ও শিল্পী সুমন কল্যাণ তার একমাত্র ছেলে।

এদিকে তার প্রয়াণে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কেএস মহিউদ্দিন মানিক বীর প্রতীক,বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তরুনেন্দ্র নারায়ন ঘোষ,বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *