December 30, 2024, 5:30 pm
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি লোগাং জোন সদর দপ্তর কর্তৃক লোগাং ইউপির দুর্গম এলাকা কচুছড়িমুখ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই এলাকার অসহায়, হতদরিদ্র, অসুস্থ্য পাহাড়ী (নারী ও শিশুসহ) প্রায় ২ শতাধিক জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।
সেবা সামগ্রী প্রদান ও মেডিক্যাল ক্যাম্পেইন শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন ৩ বিজিবি’র অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো.মফিজুর রহমান ভূ্ঁইয়া, পিএসসি, এএসসি।