কলেজে চাকরি দেওয়ার নামে  টাকা আত্মসাৎ আদালতে মামলা দায়ের 

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এক কলেজে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ করে প্রতারণার অভিযোগ করে পঞ্চগড় আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মান্নান এবং কলেজটির সভাপতি ও উপজেলা অওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন মাহফুজা আক্তার (৫২) নামে এক ভুক্তভোগী।

মামলা এজাহার সূত্রে জানা যায়, মাহাফুজা আক্তারকে আটোয়ারী আদর্শ মহিলা কলেজে আয়া পদে চাকরি দিতে রাজি হন কলেজের সভাপতি এবং অধ্যক্ষ। তবে সাড়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন তারা। চাকরি পাওয়ার আশায় কলেজের নামে প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি রেজিস্ট্রি করে দেন। সেই সাথে কলেজে কল্যাণ তহবিলের নামে ৩ লাখ ৩০ হাজার টাকা মাহাফুজার কাছে চাওয়া হয়। চলতি বছরের ২৫ মে মাহাফুজা আক্তার অধ্যক্ষ ও সভাপতিকে ৩ লাখ ৩০ হাজার দেয়ার পর তাকে নিয়োগ দেয়া হয়। কিন্তু চাকরি পাওয়ার কয়েক মাস হলেও বেতন দাবি করলে বেতন না পাওয়ায় সভাপতি ও অধ্যক্ষের সাথে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি।

এদিকে, গত ৪ সেপ্টেম্বর অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বেতনের কথা জিজ্ঞাসা করলে অধ্যক্ষ উত্তেজিত হয়ে মাহাফুজা আক্তারকে চাকরি ছেড়ে দেয়ার কথা বলেন। বেশি বাড়াবাড়ি করলে মাহাফুজাকে জীবননাশের হুমকিও প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ্য করা হয়। উপায় না পেয়ে মাহাফুজা আদালতে মামলা দায়ের করেন। গত ৮ সেপ্টেম্বর আদালতে মামলা দাখিল করলে আদালত অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) তদন্ত করে আগামী ২৬ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম একাধারে আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার সাথে মুঠোফনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মান্নান ও আটোয়ারী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির মুঠোফোনে কথা হলে তিনি জানান, আসলে এই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্ঠতা নেই। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে সংক্ষুব্ধ হয়ে এ মামলা দায়ের করা হয়েছে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বল তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *