সুন্দরগঞ্জে মাস কালাইয়ের বীজ ও সার বিতরণের উদ্বোধন

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ- ২/২০২৪-২০২৫ মৌসুমে মাস কালাই ফসলে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি ইনিস্টিউটে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, সাংবাদিক শাহজাহান মিঞা, আবু বক্কর সিদ্দিক, কৃষি উপ-সহকারী অফিসার (উদ্ভিদ সংরক্ষণ) সাদেক হোসেন প্রমূখ। পরে ২১০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ২ কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি করে সার বিতরণ করা হয়। কিভাবে মাসকালাই চাষ করলে ভাল ফল পাওয়া যায় এবং লাভবান হওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *