January 15, 2025, 4:34 am
কে এম সোহেব জুয়েল ঃ ১৪ই সেপ্টেম্বর ২০২৪ শনিবার বিকেল ৪ টায় ঢাকার যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে একটি ইন্টারন্যাশনাল বক্সিং খেলার জমজমাট ইভেন্টের আয়োজন উপলক্ষে ১২ই সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকেলে স্বনামধন্য হোটেল সিক্স সিজন, গুলশান-২ ঢাকায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস) এর সহ সাধারণ সম্পাদক আর কে মন্ডল (রবিন), সভাপতিত্ব করেন বিপিবিএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ওয়াল্ড বক্সিং কমিশন WBC এর কমিশনার জনাব আসাদুজ্জামান, USA থেকে আসা স্বনামধন্য বক্সার পল পিয়ার্স, বাংলাদেশে কিংবদন্তি আব্দুল মোতালেব।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজন ও ক্রীড়াবিদগণ।
বিপিবিএস’র এবারের ইন্টারন্যাশনাল বক্সিং এই ইভেনটি বন্যার্তদের জন্য উৎসর্গ করা হবে।
এই ইভেন্টের মূল লক্ষ্য হচ্ছে : বন্যা পরবর্তী অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা করা।
অনুষ্ঠানের সভাপতি ও বিপিবিএস এর চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান এবং সহ-সাধারণ সম্পাদক আর কে মন্ডল (রবিন) বক্তব্যে বলেন : আন্তর্জাতিক বক্সিং খেলার এই জমজমাট ইভেন্ট আয়োজনের জন্য অবশ্যই বাংলাদেশ সম্ভাবনার একটি প্রমাণ।
বক্তারা আরো বলেন যে, শুধু বক্সিংকে প্রচার করাই মূল উদ্দেশ্য নয়, আমরা ভবিষ্যতে বাংলাদেশের বক্সিং যোদ্ধাদের নিয়ে বিশ্বমঞ্চে উজ্জ্বল হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করার কর্মযুদ্ধ চালিয়ে যাচ্ছি।
বিপিবিএস সংগঠনটির প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন : দেশীয় প্রতিভা লালন পূর্বক আন্তর্জাতিক মানসম্মত বক্সার তৈরি করে আন্তর্জাতিক বক্সিং ক্রিড়া অঙ্গনে লাল-সবুজের পতাকা বাংলাদেশ বিজয়ের সাথে মাথা উঁচু করে দাঁড়াবে এটাই আমাদের প্রায়াশ।।